আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে খেলতে গিয়েছিলেন জামাল ভূঁইয়া। গত বছর যোগ দিয়ে বেশি দিন খেলতে পারেননি তিনি।
জামালকে ৭ মাসের বেতন এবং চুক্তিভঙ্গের জরিমানাসহ মোট ১ লাখ ৬২ হাজার ৯৮০ ডলার পরিশোধ করতে বলা হয়েছে সোল দে মায়োকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।
গত আগস্টে মহাধুমধামে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োতে যোগ দেন জাতীয় দলের অধিনায়ক জামাল। বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলের সম্পর্ক তাতে নতুন মাত্রা পেয়েছিল। সোল দে মায়োতে মাসিক ১২ হাজার ডলারে দেড় বছরের চুক্তি করেন জামাল। এ বছরের অক্টোবর পর্যন্ত তার চুক্তি ছিল।
ফিফা তার পারিশ্রমিক বাবদ ৮৪ হাজার ডলার এবং চুক্তি ভঙ্গের জরিমানা হিসেবে আরও ৭১ হাজার ২২০ ডলার পরিশোধ করার নির্দেশ দিয়েছে। যার সঙ্গে ৫ শতাংশ হারে সুদও যোগ হবে। ফিফার এমন নির্দেশনায় জামালের কণ্ঠে খুশি, ‘অনেক আশা নিয়ে সোল দে মায়োতে গিয়েছিলাম। কিন্তু ওদের কাছ থেকে কোনো অর্থই পাইনি। তাই চুক্তির মাঝপথে চলে আসতে হয়েছিল। ফিফার এই রায় পেয়ে আমি অনেক খুশি। ’
বাংলাদেশ সময় : ১৯০৬ ঘণ্টা, মে ৯, ২০২৪
এআর/এএইচএস