ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ভারানে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ভারানে

মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রাফায়েল ভারানের। এরপর ওল্ড ট্রাফোর্ড ছাড়বেন এই ফরাসি ডিফেন্ডার।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউনাইটেড। বিবৃতিতে ভারানেকে তার সার্ভিসের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের শুভকামনা জানিয়েছে ইংলিশ জায়ান্টরা।

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যান ইউনাইটেডে পাড়ি জমান ভারানে। ৩৪ মিলিয়ন ট্রান্সফার ফি'তে তাকে দলে ভেড়ায় রেড ডেভিলরা। এরপর এই ক্লাবের হয়ে খেলেন ৯৩ ম্যাচ।  

নিজে বিশ্বমানের ফুটবলার হলেও ইউনাইটেডের বাকিদের মতোই এ মৌসুমে ব্যর্থ হয়েছেন ভারানে। সবমিলিয়ে এই ক্লাবের হয়ে তিন মৌসুমে ৬০ ম্যাচ খেলেছেন তিনি। যা মধ্যে গত মৌসুমে ইউনাইটেডের লিগে তৃতীয় হওয়ার পেছনে ভড় ভূমিকা ছিল তার এবং আরেক ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের। পরবর্তীতে দুজেন ইনজুরিতে ছিটকে গেলে তার প্রভাব পড়ে ইউনাইটেডের খেলায়।

ভারানে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনবার লা লিগা এবং চার বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এমন দুর্দান্ত সাফল্য সঙ্গী করে তিনি যোগ দেন ইউনাইটেডে, যখন প্রধান কোচ ছিলেন ওলে গানার সুলশার। পরে এরিক টেন হাগের অধীনে ফ্রান্স জাতীয় দলের সাবেক তারকা ভারানে ২০২৩ কারাবো কপা জেতার স্বাদ পান। আসরের ফাইনালে নিউক্যাসলকে হারায় ইউনাইটেড।  

২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা ভারানে ২০২৩ সালের ফেব্রিয়ারিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।  

এ মৌসুমে ইউনাইটেডের জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না ভারানের। গত ৪ এপ্রিল চেলসির কাছে ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সেন্টার-ব্যাক। এরপর থেকে মাঠের বাইরে আছেন। ফলে মৌসুমে ইউনাইটেডের শেষ তিন ম্যাচে তার খেলা অনিশ্চিত।  

তবে বিবৃতিতে ভারানে আশা প্রকাশ করেন, ঘরের মাঠে শেষ ম্যাচটিতে সমর্থকদের কাছ থেকে বিদায় নেবেন তিনি। যদিও তার বিদায়টাকেই স্বাভাবিক ঘটনা ভাবা হচ্ছে। ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলের আটে অবস্থান করছে। শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার কোনো সম্ভাবনা নেই।  

তাছাড়া ভারানের মোটা অঙ্কের বেতনের কথাও ভাবছে ইউনাইটেড। ৩৪ মিলিয়ন পাউন্ডে কেনা ভারানের পেছনে চুক্তির শর্ত পূরণ করতে খরচ হয়েছে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি ভারানে।

ইউনাইটেড আগামী বুধবার ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে খেলবে। এরপর রোববার লিগে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনের মোকাবিলা করবে তারা। আর শনিবার (২৫ মে) তারা এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।