ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের লক্ষ্য এখন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া: ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
বসুন্ধরা কিংসের লক্ষ্য এখন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া: ইমরুল হাসান

ইতোমধ্যেই ঘরোয়া ফুটবলে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে বসুন্ধরা কিংস। টানা পাঁচ লিগ শিরোপা জয় করার পাশাপাশি এবারের মৌসুমে তাদের সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি।

 

আগামী ২২ মে ময়মনসিংহে  ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে হারাতে পারলে প্রথম ট্রেবল জয় করতে পারবে কিংস। এরপর তাদের খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ কাপে। ঘরোয়া সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু উপহার দিতে চান বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।  

আজ ঘরের মাঠ কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের শিরোপা হাতে পেয়েছে কিংস। পুরো অ্যারেনায় ছিল আজ উৎসবের আমেজ। আতশবাজির ঝলকানিতে শিরোপা উদযাপন করেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। সামনে রয়েছে আরও একটি আনন্দের উপলক্ষ। প্রথমবারের মতো ট্রেবল জেতার সামনে দাঁড়িয়ে ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, 'আমরা দুটো শিরোপা জয় করেছি। সামনে আরও একটা শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। এটা হলে আমরা প্রথমবারের মতো ট্রেবল জিতবো। (এরপর চমক আছে কি না এমন প্রশ্নের জবাবে) চমকটা এখনই বলতে চাচ্ছি না। এখন বললে তো আর চমক থাকছে না। ট্রেবল জয় করতে পারলেই বলা হবে। '

এএফসি টুর্নামেন্টের এবার ফরম্যাট বদল হয়েছে। বসুন্ধরা কিংসকে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ কাপে। ঘরোয়া ফুটবলের মতো আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সাফল্যের ছাপ রাখতে প্রস্তুতি নিচ্ছে কিংস। এ নিয়ে ইমরুল হাসান বলেন, 'সামনে এএফসি চ্যালেঞ্জ কাপে আমাদের কঠিন ম্যাচ থাকবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি এবার আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করতে পারবো। আমরা সেভাবেই দল নিয়ে প্রস্তুত হচ্ছি। '

ইমরুল হাসান আরও বলেন, 'দেশের ফুটবলকে এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই একসঙ্গে কাজ করতে হবে। একা ফেডারেশন ফুটবল এগিয়ে নিতে পারবে না। আবার শুধু ক্লাব একা চেষ্টা করে ফুটবল এগিয়ে নিতে পারবে না। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই খেলাটা এগিয়ে নিতে এক সঙ্গে কাজ করতে হবে। '

আজ কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংসকে শিরোপা তুলে দিতে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফুটবলের হারানো জৌলুস ফিরিয়ে আনতে দেশের সর্ববৃহৎ ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার প্রশংসা করেছেন ক্রীড়ামন্ত্রী।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।