ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৪
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। পায়ের ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না দলটির ফরাসি মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, 'সে ব্যক্তিগতভাবে কাজ করছে, ফাইনাল থেকে ছিটকে গেছে। আমি মনে করি সে ইউরোর জন্য ফিট হয়ে উঠবে। '

বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলার সময় চোট পান চুয়ামেনি। বাঁ পায়ে স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন তিনি। সেই ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। শিরোপা লড়াইয়ে আগামী ১ জুন আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা। চুয়ামেনির জায়গায় সেই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে এদুয়ার্দ কামাভিঙ্গাকে।

এদিকে ফাইনালের আগে শনিবার শেষ লিগ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময় : ০১১৫ ঘণ্টা, মে ২৫, ২০২৪এ

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।