ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলের জয়ের দিনে অবনমিত ব্রাদার্স

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
শেখ রাসেলের জয়ের দিনে অবনমিত ব্রাদার্স

আজ (শনিবার) রাজশাহীতে শেখ রাসেলে বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল।

তাতে ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের ষষ্ঠস্থানে। শেখ রাসেলের কাছে এই হারে ৭ পয়েন্ট নিয়ে অবনমন নিশ্চিত হয়ে গেল ব্রাদার্সের। চলতি লিগে ব্রাদার্স পুরো সময় দশ দলের মধ্যে দশম স্থানেই ছিল। প্রথম লেগ শেষেই অনুমেয় ছিল ব্রাদার্সের অবনমন।  

আগের রাউন্ডে মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জ জিতলে ব্রাদার্সের অবনমন নিশ্চিত হয়ে যেত। রহমতগঞ্জ সেই ম্যাচ ড্র করায় ব্রাদার্স আরেকটু সুযোগ পেয়েছিল। সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি গোপীবাগের দলটি। আজ ব্রাদার্স ইউনিয়ন ৬ মিনিটে এলিটার গোলে লিড নেয়। তিন মিনিট পর শেখ রাসেলের সুমন রেজা সমতা আনেন। দুই মিনিট পরই আকরের গোলে লিড নেয় শেখ রাসেল।  

ব্রাদার্স অবশ্য আবার সমতা আনে এলিটার গোলে। চন্দন রায় ৩১ মিনিটে গোল করলে লিড নেয় রাসেল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাদার্স আর গোল করতে না পারায় লিগ থেকে অবনমন নিশ্চিত হয়।

দিনের অন্যম্যাচে মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকে আবাহনী লিমিটেড দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে । কর্নেলিয়াস স্টুয়ার্টের হ্যাটট্রিকে ৩-২ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে তারা। অন্য ম্যাচে সুলেমানে দিয়াবাতের জোড়ায় মোহামেডান স্পোর্টিং ৩-১ গোলে জিতেছে শেখ জামালের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।