ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

জামালকে বেঞ্চে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ৬, ২০২৪
জামালকে বেঞ্চে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। আর কিছুক্ষণ পরই খেলা শুরু হবে।

তবে এর আগে চমক দেখালেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। শুরুর একাদশের পরিবর্তে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেঞ্চে রেখেছেন তিনি।

জামাল না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন ডিফেন্ডার তপু বর্মন। মিতুল মার্মাকে গোলপোস্ট সামলানোর দায়িত্ব দিয়ে ৫-৩-২ ফরমেশন সাজিয়েছেন কাবরেরা। আক্রমণভাগে থাকবেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। মিডফিল্ডে দুই সোহেল রানার সঙ্গে থাকছেন মোহাম্মদ হৃদয়। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন তপুসহ ইসা ফয়সাল, মেহেদী হাসান, সাদ উদ্দিন ও তারিক কাজী।

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে নেস্তোরি ইরানকুন্দার। আগামী মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেবেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

বাংলাদেশ একাদশ: তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিতুল মারমা, তারিক কাজী, সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সাল, মেহেদী হাসান, সাদ উদ্দিন।

অস্ট্রেলিয়া একাদশ: রায়ান স্ট্রেইন, কাই রোলস, জর্ডান বস, কোনর মেতকালফ, আজডিন রুস্টিক, কুশিনি ইয়েঙ্গি, মিচেল ডিউক, জো গাউচি, হ্যারি সুটার, নেস্তোরি ইরানকুন্দা ও জ্যাকসন ইরভিন (অধিনায়ক)।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এএইচএস     
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।