শুরুতে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন রদ্রিগো। এরপর যুক্তরাষ্ট্র সমতায় ফিরলে আক্রমণ বাড়াতে থাকে তারা।
কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ব্রাজিল। ১৭তম মিনিটে ব্রাজিলকে রদ্রিগো এগিয়ে নেওয়ার পর ২৬তম মিনিট যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০ ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। হার কেবল একটি, ১৯৯৮ সালে। বাকি ১৮ ম্যাচেই জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ মাঠে গড়ানোর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ১৭তম মিনিটে টার্নারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। তার কাছ থেকে বল নিয়ে বাঁদিক থেকে জাল খুঁজে নেন রদ্রিগো। নয় মিনিট পর সমোয় ফেরে যুক্তরাষ্ট্র। ডি বক্সের কাছাকাছি অবস্থানে ফ্রি-কিক থেকে গোলটি করেন পুলিসিক।
বিরতির পর ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের কারণে বল আর জালে পাঠাতে পারেনি তারা।
বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
আরইউ