ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

চোট নিয়ে শঙ্কা নেই, মাঠে নামতে প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
চোট নিয়ে শঙ্কা নেই, মাঠে নামতে প্রস্তুত মেসি

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শঙ্কা ছিল লিওনেল মেসিকে নিয়ে। পেরুরু বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি এই তারকা।

তবে এবার সুখবর দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন এই কোচ জানালেন সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুতি ইন্টার মায়ামি ফরোয়ার্ড।  

গ্রুপপর্বে চিলির বিপক্ষে ম্যাচে বাম পায়ের ব্যথায় অস্বস্তি বোধ করতে দেখা যায় মেসিকে। পরে পেরুর বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। যদিও কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে খুব বেশি পারফরম্যান্স দেখাতে পারেননি। ফিটনেস নিয়েও শঙ্কা ছিল তার।  

তবে সেমিফাইনালে মাঠে নামার আগে স্কালোনি পরিস্কার করে জানিয়ে দিলেন, শঙ্কা নেই মেসিকে নিয়ে। তিনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে। ’

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।