ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বেনফিকা ছেড়ে পিএসজিতে নেভেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বেনফিকা ছেড়ে পিএসজিতে নেভেস

লম্বা সময় বেনফিকার সঙ্গে থাকার পর এবার নতুন ক্লাবে পাড়ি জমিয়েছেন জোয়াও নেভেস। ফরাসি ক্লাব পিএসজিতে তিনি পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে বিষয়টি জানায় ক্লাবটি।  

প্রায় ৬ কোটি পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেওয়া এই ফুটবলার বেনফিকার হয়ে খেলেছেন দীর্ঘদিন। পর্তুগিজ ক্লাবটির হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৬ সালে ক্লাবের যুব একাডেমিতে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। তবে মূল দলে খেলা শুরু করেন গত বছরের জানুয়ারিতে।  

জাতীয় দল পর্তুগালের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলেননি নেভেস। এ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।