ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে সেবাইয়োস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে সেবাইয়োস

মৌসুম শুরু হতে না হতেই চোটে পড়লেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সেবাইয়োস। গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে এই চোট পান তিনি।

যে কারণে লম্বা সময়ের জন্য দেখা যাবে না তাকে।  

লা লিগায় চলতি মৌসুমে গতকালই শুরুর একাদশে জায়গা পান সেবাইয়োস। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিতে ২-০ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ পুরোটা মাঠে থাকা সেবাইয়োস বিরতির পর ৬৫তম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন।  

পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায়, ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে এই মিডফিল্ডারের। লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি। অফিসিয়ালি জানানো হয়নি কতদিন পর সুস্থ হবেন তিনি। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, ৬ থেকে ৮ সপ্তাহ থাকবেন মাঠের বাইরে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।