ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানের কন্ডিশন ভাবাচ্ছে বাংলাদেশকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৪
ভুটানের কন্ডিশন ভাবাচ্ছে বাংলাদেশকে

দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে ভুটানে অবস্থান করছে বাংলাদেশ। এই দুই ম্যাচে ভালো ফল করে র‌্যাংকিংয়ে উন্নতি করাই লক্ষ্য বাংলাদেশের।

তবে ভুটানের মাঠ সমুদ্র পৃষ্ঠের চাইতে অনেক বেশি উচ্চতার কারণে সেখানে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে ফুটবলারদের।

গত তিন দিন সেখানে প্রস্তুতি নিয়েছে দল। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করেন জামাল-মিতুলরা। আগের দিন হয়েছে মাঠের অনুশীলনও। কিন্তু এখনও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে সবাইকে।

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা জানি, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। তো ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)। ’

 ‘আজ প্রথম অনুশীলন করলাম (যে টার্ফে খেলা)। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরও এক-দুই দিন সময় লাগবে। আমি মনে করি, সবাই সেরা পর্যায়ে নেই... আস্তে আস্তে সবাই সেরা পর্যায়ে আসছে। ’

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।