ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছোটনকে মিস করছেন বললেন তহুরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ছোটনকে মিস করছেন বললেন তহুরা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর বিষ্ফোরক মন্তব্য করেছিল বাংলাদেশ দলে কিছু সিনিয়র ফুটবলার। কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না।

এমনটা ছিল তাদের মন্তব্য।  

আজ ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের ভাঙ্গনের সুর বাজছিল। জোড়া গোল করে আজ ম্যাচ সেরা হয়েছেন তহুরা খাতুন। ম্যাচ শেষে দলের কোচ পিটার বাটলার এবং সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন তিনি। এছাড়া সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনকে মিস করছেন বলে জানিয়েছেন তিনি।

ম্যাচ সেরা হয়ে তহুরা বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ। আমার অনেক ভালো লাগছে। দলের সতীর্থদের ধন্যবাদ। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি দলে জন্য দুটি গোল করতে পেরেছি এজন্য আমি অনেক খুশি। আমাদের দলের কোচ পিটার বাটলার আমাকে অনেক সাহায্য করেছেন। আমাদের সাবেক কোচ ছোট স্যারকে অনেক মিস করেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার এই অর্জন কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেছেন তার জন্য উৎসর্গ করতে চাই। ’

পাকিস্তানের বিপক্ষে অনেক চেষ্টা করেও জয় পায়নি বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে শুরু থেকেই জয়ের লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তিনি। তহুরা বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ছিল সেই ম্যাচে আমরা অনেক চেষ্টা করেও জয় পাই নাই। আজকের ম্যাচে আমদের শুরু থেকেই জয়ের লক্ষ্য ছিল। দলের সকলেই নিজেদের ১২০% দেওয়ার চেষ্টা করেছে। আমরা শেষ পর্যন্ত জয় পেয়েছি। এজন্য আল্লাহকে ধন্যবাদ। আমার সকল ফুটবল গুরুকেই ধন্যবাদ দেই। ’

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।