ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে।

শিরোপা ধরে রাখার মিশনে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান।  

আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। আজ দিনের প্রথম ম্যাচে ভুটান ১৩-০ গোলে হারিয়েছিল মালদ্বীপকে। ধারণা করা হচ্ছিল সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চলেছে তারা।  

ভুটান গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশের প্রতিপক্ষ হতো স্বাগতিক নেপাল।  তবে দিনের দ্বিতীয় ম্যাচে নেপাল ৬-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ফলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যাবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।

পাকিস্তানের বিপক্ষে ড্র করে সাফ মিশন শুরু হয় বাংলাদেশের। তবে পরের ম্যাচে ভারতকে উড়িয়েই নিশ্চিত করে সেমিফাইনাল।  

আগামী ২৭ অক্টোবর সেমি ফাইনাল ম্যাচ দুটি আয়োজিত হবে। সেখান থেকে জয়ী দুই দল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আগামী ৩০ অক্টোবর। এখন দেখার বিষয় বাংলাদেশ কি নিজেদের শিরোপা ধরে রাখতে পারেন কিনা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।