ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪৩১, ২৫ অক্টোবর ২০২৪, ২১ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন সাবিনা

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর কোচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মনিকা চাকমা। এরপর পাল্টা উত্তর দেন দলের কোচ পিটার বাটলার।

এই চলছে আলোচনা-সমালোচনা। তবে সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখছেন সাবিনা।  

পাকিস্তান ম্যাচের শুরুর একাদশে কোচ পিটার জেমস বাটলার রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া ও সানজিদা আক্তারকে। ছিলেন না আরেক সাফজয়ী ডিফেন্ডার মাসুরা পারভীনও। ফলাফলটাও পক্ষে পায়নি বাংলাদেশের। শেষ মুহূর্তে গোল করে কোনোমতে হার বাঁচিয়েছে তারা।  

ম্যাচের পরের দিনই এ নিয়ে বোমা ফাটান মনিকা চাকমা। টুর্নামেন্ট চলাকালীন সানজিদার মতো তারকা ফুটবলারের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং কোচ নিয়ে কয়েকজন খেলোয়াড়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া ঘিরে বিতর্ক আরও বাড়ে। অনেকে প্রশ্ন তোলেন সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের সম্পর্ক নিয়ে।  

তবে সাবিনা জানিয়েছেন ভিন্ন কথা, ‘কী বলব এটা আসলে মিডিয়া থেকে আসছে, এটা হওয়া উচিত ছিল না। সিনিয়র-জুনিয়র যে সিন্ডিকেট কথা উঠছে… যে তারা (সিনিয়র) জুনিয়রদের চাপে রাখে। দেখেন কখনও যদি ছুটি হয়, দেখা গেলো সিনিয়ররা বাসায় গেছে, জুনিয়রদের ক্যাম্প চলতেছে, সিনিয়ররা চেষ্টা করে বাসা থেকে খাবার নিয়ে আসার, ভালো রেস্টুরেন্টে গেলে জুনিয়রদের সঙ্গে নেওয়ার চেষ্টা করে। ’ 

‘এটাকে যদি আপনারা সিন্ডিকেট ভাবেন তাহলে কিছু করার নেই। সত্যি কথা হল, তারা আমাদের কাছে খুব আদরে থাকে। টুর্নামেন্ট শেষ হলে তাদের সঙ্গে চাইলে আপনারা কথা বলে নিতে পারেন। ’ 


জুনিয়রদের আগলে রাখার বিষয়টি উঠে আসে এদিন সাবিনার কথাতেও, ‘তারা ছোট, সমালোচনা হয়তো তারা নিতে পারবে না। তাদের মন খারাপ হয়। আমার মনে হয়, বিতর্ক যেটা হয়, সেটা যেন ইতিবাচক হয়, যাতে আমাদের খেলায় উন্নতি হয়। ’

ভারতের বিপক্ষে জয়টাও নিজেদের জেদের কারণে এসেছে বলে ইঙ্গিত অধিনায়কের, ‘সমালোচনা থাকবেই। সমালোচনা কিংবা তর্ক-বিতর্ক আসলেই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যায় এবং ভালো করা যায়। এটাকে আমি ইতিবাচক হিসেবে নেই। কোথাও আমাদের ঘাটতি আছে বলেই হয়ত কথা ওঠে, সেই জায়গায় আমাদের হয়তো আরো ভালো করা যায় বলেই চ্যালেঞ্জ নেওয়া যায়, সে কারণেই বোধহয় মেয়েরা ভালো করেছে। ’

আগামী ২৭ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশ পেয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটানকে। সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে সাবিনার ভাষ্য, ‘প্রতিপক্ষ আসলে কেউ ছোট না। প্রত্যেকটা দলই কঠিন। আমরা চাই ভালো ফুটবল খেলতে, মনোযোগ সেখানেই। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।