ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসি গোল পাননি, মায়ামিকে জেতালেন সুয়ারেজ-আলবা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
মেসি গোল পাননি, মায়ামিকে জেতালেন সুয়ারেজ-আলবা সংগৃহীত ছবি

আগের দুই ম্যাচেই পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। ফলে সবার নজর ছিল লিওনেল মেসির ওপর।

কিন্তু এবার আর গোল পাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে অবশ্য ইন্টার মায়ামির খুব একটা অসুবিধা হয়নি। লুইস সুয়ারেজ ও জর্দি আলবার গোলেই জয় তুলে নিয়েছে তারা।

মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে অফের ম্যাচে আজ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। মেসি গোল না পেলেও আলবার করা ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তারই সহায়তায়।

এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচ হবে ৩ নভেম্বর ভোর ৫টায়, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। এরপর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। সেই সঙ্গে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার পথেও একধাপ এগিয়ে গেল মায়ামি।  

ম্যাচের শুরুতেই গোলের দেখা পান সুয়ারেজ। দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার।  

মেসি গোল না পেলেও নিষ্প্রভ ছিলেন না। বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। সপ্তপম মিনিটে বক্সের বাইরে থেকে তার শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। ২৬তম মিনিটেও মেসির দারুণ এক শট ঠেকান গুজান।  

মায়ামির দিক থেকে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত আটলান্টা স্রোতের বিপরীতে ৩৯তম মিনিতে সমতা ফেরায়। সাবা লবজানিদজের ওই গোলে সমতাতে শেষ হয় প্রথমার্ধ।  

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চড়াও হন মেসিরা। ৫২তম মিনিটে মেসির ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট চারেক পরে মেসির বানিয়ে দেওয়া বলে গোল করতে পারেননি দিয়েগো গোমেজ। তবে ৬০তম মিনিটে মেসির পাসে বক্সের বাইরে বল পেয়ে বল জালে জড়ান আলবা। এরপর বাকি সময় আটলান্টা চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।