ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফের নতুন কমিটিতে ইতিবাচক লোক আসবেন, আশা ইমরুলের

নিউজরুম এডিটর, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বাফুফের নতুন কমিটিতে ইতিবাচক লোক আসবেন, আশা ইমরুলের

বাফুফে নির্বাচনে কেবল সিনিয়র সহ-সভাপতি পদে কোনো লড়াই হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই পদে নির্বাচিত হতে যাচ্ছেন ইমরুল হাসান, শুধু আনুষ্ঠানিকতাই বাকি।

অন্যান্য পদে ইতিবাচক লোকই নির্বাচিত হবেন বলে আশা তার।

নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবেই ইশতেহার ঘোষণা করেছেন ইমরুল। ৪৭ পাতার ইশতেহারের নাম তিনি দিয়েছেন ‘ফুটবল ৩৬০’।  নির্বাচিত কমিটির সামনে সেটি তুলে ধরবেন বসুন্ধরা কিংসের সভাপতি।

তিনি বলেন, ‘প্রার্থী হিসেবে আমি মেনিফেস্টো দিয়েছি। যখন নির্বাচিত কমিটি আসবে, তাদের সামনে সেটি তুলে ধরব। নির্বাচিত কমিটি যদি মনে করে, ওই মেনিফেস্টো অনুযায়ী কাজ করার... অন্য কেউ আরও নতুন কিছু যোগ করতে পারে। সেগুলো আমরা সংযুক্ত করতে পারি। ’ 

‘যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা সবাই যদি ইতিবাচক মনোভাবসম্পন্ন হন, তাহলে এই মেনিফেস্টো অনুযায়ী কাজ করতে সুবিধা হবে। আমি আশাবাদী, এবার হয়তো আগের বারের তুলনায় ইতিবাচক ধারার লোকজন নির্বাচিত হয়ে আসবেন। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।