ঢাকা, রবিবার, ১১ কার্তিক ১৪৩১, ২৭ অক্টোবর ২০২৪, ২৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ভোটের মাঠে সোহাগের আনাগোনা, যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ভোটের মাঠে সোহাগের আনাগোনা, যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

আর্থিক জালিয়াতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফুটবলীয় কার্যক্রমের কোন কিছুতেই অংশ নিতে বাধা আছে তার।

কিন্তু চলমান বাফুফে নির্বাচনে বেশ ভালোভাবেই দৃশ্যমান তিনি। মতবিনিময় করছেন কাউন্সিলরদের সঙ্গে। এ ব্যাপারে কিছুই জানেন না প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাফুফে নির্বাচন। যেখানে সদস্য পদে লড়াই করছেন সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা। মূলত এর জন্যই কাউন্সিলরদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন তিনি। ভোটের মাঠে একজন নিষিদ্ধ ব্যক্তির আনাগোনায় প্রশ্নবিদ্ধ বাফুফে নির্বাচন।

বাংলানিউজকে মেজবাহ বলেন, ‘ফুটবলীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি (সোহাগ)। আমি তাকে (নির্বাচনী মঞ্চে) দেখিনি। কোনো অফিসিয়াল আমাকে এ ব্যাপারে অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ’

২০২৩ সালের ১৪ এপ্রিল দুর্নীতি, জালিয়াতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে সোহাগকে ফুটবল থেকে ২ বছরের নিষেধাজ্ঞা দেয় ফিফা। এর কিছুদিন পর বাফুফে তাকে আজীবন নিষিদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।