বেশ উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাফুফে নির্বাচন। যেখানে কোনো লড়াই করতে হয়নি ইমরুল হাসানকে।
ইমরুলের প্রস্তাবকৃত পরিকল্পনাটি নিয়ে বাফুফের প্রথম নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল।
তিনু বলেন, ‘আমাদের সিনিয়র সহ-সভাপতি ভবিষ্যতের দিকে তাকিয়ে ফুটবল ৩৬০ নামে একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছেন। উনার এই প্রস্তাব নিয়ে আমরা প্রথম নির্বাহী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ’
‘আমরা সবসময়ই মনে করি সবকিছুর মধ্যে সমন্বয় ও পরিবর্তনের দরকার। সেই আঙ্গিকে আমরা মনে করি নতুন ও পুরোনোদের সমন্বয়ে আমরা আগামী দিনে ভালো কিছু কর্মসূচি হাতে নিতে পারব। ’
‘ফুটবল ৩৬০’ পরিকল্পনাটি ৬টি স্তরে বিভক্ত করেছেন ইমরুল। এর মধ্যে চৌকস স্তরগুলো হলো—অর্গানাইজেশনাল, স্ট্র্যাটেজিক, অপারেশনাল, মার্কেটিং, মিডিয়া ও ইভেন্ট, ফ্যানস এবং ভলানটিয়ার। এই স্তর বিভাগের কর্মপরিধিগুলোর জন্য তিনি স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী বাস্তবায়নের একটি দিক নির্দেশনাও দিয়েছেন।
এদিকে নতুন কমিটির কার্যক্রম নিয়ে এখনই কিছু বলতে চাননি তাবিথ। তবে মুখে নয়, বরং কাজের মাধ্যমেই প্রমাণ করতে চান তিনি।
বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের কমিটি কীভাবে চলবে, কোন প্রক্রিয়ায় চলবে সেগুলো আমরা আমাদের প্রথম নির্বাহী কমিটির সভার পর পেশ করব। মুখের কথা নয়, আমরা কর্মে বিশ্বাস করি। আমাদের কাজ আপনারা ফলাফলেই দেখতে পারবেন। ’
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএইচএস/আরইউ