আরও একটি ইতিহাস রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে সাবিনা-তহুরারা।
আজ দলের জন্য শুভ কামনা জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন বাফুফের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। এছাড়া দেশবাসীকে দলের পাশে থাকার আহ্বান করেছেন তিনি।
বাফুফে সভাপতি নির্বাচতি হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন তাবিথ। ফলে মেয়েদের ম্যাচ দেখতে নেপাল যাওয়া হয়নি তারা। তাবিথের সঙ্গে রয়েছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
নারী দলকে অভিনন্দন জানিয়ে তাবিথ বলেন, ‘আমি অভিনন্দন জানাচ্ছি নারী ফুটবল দলের প্রতিটি সদস্যকে। আপনারা ফাইনালে উঠেছেন। আমরা বিশ্বাস করি আপনারা দ্বিতীয়বারের মত শিরোপা অর্জন করতে যাচ্ছেন। ’
এছাড়াও আজ নিজের ফেসবুক পেজে তাবিথ বলেন, ‘আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের মতো আবারও পুরো দেশ বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি, আমাদের মেয়েরা আজ আবার আমাদের জয় উপহার দেবে। দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা সন্ধ্যায় আমাদের মেয়েদের খেলা দেখুন, ওদের উৎসাহ দিন, দেশজুড়ে ছড়িয়ে দিন বাংলাদেশের নারী ফুটবলারদের জয়জয়কার। ’
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এআর/আরইউ