ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

গোল পেলেন এমবাপ্পে, বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
গোল পেলেন এমবাপ্পে, বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

পিএসজির 'গোলমেশিন' কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসে যেন গোল করতে প্রায় ভুলেই যাচ্ছিলেন। এই ফরাসি ফরোয়ার্ডের অধারাবাহিকতা প্রভাব ফেলেছে রিয়ালের দলীয় পারফরম্যান্সেও।

তবে ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নিতে শুরু করেছেন তিনি।  

সর্বশেষ গতকাল রাতে লেগানেসের বিপক্ষেও গোল করেছেন এমবাপ্পে। লা লিগার ম্যাচটিতে ৩-০ গোল জিতেছে রিয়াল। বাকি দুই গোল করেছেন ফেদ ভালভার্দে এবং জুড বেলিংহাম। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে শুরু চড়াও হয় রিয়াল। তবে গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৩তম মিনিট পর্যন্ত। বক্সের দিকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া লো বল ধরে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। লা লিগায় এটি এমবাপ্পের সপ্তম গোল। প্রথমার্ধে ওই এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

দ্বিতীয়ার্ধেও চলে রিয়ালের দাপট। ৬৬তম মিনিটে জোরালো ফ্রি-কিকে বল কাছের পোস্টে পাঠান ভালভার্দে। এরপর ৮৫তম মিনিটে ব্রাহিম দিয়াজের শট ক্রসবারে লেগে ফিরলে সঙ্গে সঙ্গে জালে জড়িয়ে দেন বেলিংহাম।  

এমবাপ্পে অবশ্য প্রথমার্ধেই একবার ভিনির দারুণ পাসে গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তরুণ আর্দা গুলেরকে শুরুর একাদশে নামিয়ে চমক দিয়েছিলেন আনচেলত্তি। প্রথমার্ধের মাঝপথে কঠিন কোণ থেকে দারুণ এক শট নিয়েছিলেন গুলের। কিন্তু প্রতিপক্ষের গোলকিপার দক্ষতার সঙ্গে তা ঠেকিয়ে দেন। তবে শেষ পর্যন্ত এসব সুযোগ মিসে রিয়ালের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে লেগানেস পুরো ম্যাচে একবারও রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়াকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। এমনকি গোলমুখে কোনো শটও নিতে পারেনি তারা।

এই জয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট হলো রিয়ালের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট। অর্থাৎ এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। তিনে থাকা আনলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে সংগ্রহ করেছে ২৯ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।