ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সতীর্থ মাচেরানোকে মায়ামিতে কোচ হিসেবে পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সতীর্থ মাচেরানোকে মায়ামিতে কোচ হিসেবে পেলেন মেসি সংগৃহীত ছবি

জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে ছিলেন লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানো। বার্সেলোনাতেও খেলেছেন একসঙ্গে।

তবে সময়ের ব্যবধানে সেই মাচেরানো এখন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মাচেরানো মায়ামিতে জেরার্দো মার্তিনোর জায়গা নিলেন। গত সপ্তাহে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ ছাড়েন মার্তিনো। এরপর মাচেরানোর নিয়োগ পাওয়ার ব্যাপারটি একপ্রকার নিশ্চিতই ছিল। অবশেষে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মেজর লিগ সকারের ক্লাবটি।  

মাচেরানোর সঙ্গে মেসি ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত একসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন বার্সার জার্সিতে। পরে অবসর নিয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের কোচ হন মাচেরানো। এবার নতুন চ্যালেঞ্জের খোঁজে যাচ্ছেন বন্ধু মেসির দলের দায়িত্ব নিতে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।