বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল থেকে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে সব স্তরেই।
নতুন করে দায়িত্ব নিয়েই ক্লাবের সব কিছু বদলে ফেলা সম্ভব নয়। দীর্ঘ মেয়াদে ক্লাবের সফলতার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইশরাক। ব্রাদার্সের ফুটবল কমিটির আহ্বায়ক বলেন, ‘আসলে আমাদের এই মৌসুমের লক্ষ্য রেলিগেশন এড়ানো। ক্লাব যেন রেলিগেটেড না হয় সেই দিকে আমাদের লক্ষ্য। প্রথম ম্যাচের আগেই তো আর কিছু বলা যায় না। এছাড়া চার-পাঁচটি ম্যাচ হলেও কিছু বলা যায় না। লম্বা সময় নিয়ে সিজন চলবে। আগে থেকেই কিছু বলা যায় না। ’
‘আমরা বাইরে রেলিগেশন এড়ানোর কথা বললেও, ভেতরে ভেতরে আমাদের লক্ষ্য ভালো কিছুর চেষ্টা করা। আমরা খেলোয়াড়দের মোটিভেট করছি। আমরা চাইবো প্রতি ম্যাচেই পয়েন্ট অর্জন করতে। ’
এবারের লিগে জামাল ভূঁইয়াকে দলে নিতে চেষ্টা করছে ব্রাদার্স। দল বদলের সময়ের পর জামালকে দলে নিতে চেয়েছে ক্লাবটি। এই বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছে। জামালকে পাওয়ার বিষয়ে ইশরাক বলেন, ‘জামাল ভূঁইয়াকে দলে নিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। বাফুফের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। বাফুফের নতুন কমিটি এই বিষয়ে আন্তরিক। আশা করি লিগের প্রথম ধাপে না পেলেও দ্বিতীয় ধাপে জামালকে আমরা দলে নিতে পারব। ’
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এআর/এএইচএস