ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন ইতালিয়ান ফুটবলার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন ইতালিয়ান ফুটবলার  সংগৃহীত ছবি

এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো ফুটবলবিশ্ব। ইতালিয়ান সিরি 'আ'তে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচের ১৬তম মিনিটে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন এদোয়ার্দো বোভ নামের এক তরুণ মিডফিল্ডার।

খেলাও বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে।  

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই হঠাৎ এক হাঁটু গেঁড়ে বসে পড়েন বোভ। উঠে দাঁড়িয়ে হেঁটে সামনে যাওয়ার চেষ্টা করেন ২২ বছর বয়সী ফিওরেন্তিনার এই ফুটবলার। কিন্তু কয়েক কদম যেতেই শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।  

বোভ লুটিয়ে পড়তেই দুই দলের খেলোয়াড়রা দৌড়ে আসেন তার কাছে। চিকিৎসকদের মাঠে ডেকে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। দুই দলের খেলোয়াড় ও কোচরা তাকে ঘিরে দাঁড়িয়ে যান। পরে অ্যাম্বুলেন্সে করে ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে নেওয়া হয় তাকে।  

এক বিবৃতিতে ফিওরেন্তিনা জানিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে আছেন বোভ। তাকে স্থিতিশীল হেমোডাইনামিক (রক্ত প্রবাহের গতি) অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। কার্ডিওলজিক্যাল ও নিওরোলজিক্যাল পরীক্ষার পর অবশ্য তার স্নায়ুতন্ত্র ও কার্ডিও-শ্বাসযন্ত্রের খুব বেশি ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে ২৪ ঘণ্টা পর জানা যাবে তার শারীরিক অবস্থা আসলে কতটা খারাপ।

বোভ গত মৌসুমে খেলেছেন এএস রোমার জার্সিতে। এই মৌসুমে ধারে খেলছেন ফিওরেন্তিনার হয়ে। গত অক্টোবরে রোমার বিপক্ষেই নিজের প্রথম গোলের দেখা পান তিনি। ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা বোভ অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি পরার।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।