ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের মাইলফলক গড়ার রাতে রিয়ালের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমবাপ্পের মাইলফলক গড়ার রাতে রিয়ালের রোমাঞ্চকর জয়

উত্তেজনায় ভরা এক ম্যাচে আলতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা টিকিয়ে রাখলো কার্লো আনচেলত্তির দল।

রিয়ালের তিন গোলদাতা বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়ুস।  

জয়ে ফেরার লক্ষ্যে ম্যাচের রিয়াল এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। ব্রাহিম দিয়াজের পাস থেকে মাদ্রিদের ক্লাবটিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন লিগে এটি তার ৫০ তম গোল। নবম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন ২৫ বছর ৩৫৬ দিনে। তার চেয়ে কম বয়সে ৫০ গোল করেছেন শুধু লিওনেল মেসি (২৪ বছর ২৮৪ দিন বয়সে)।

তবে মাইলফলক ছোঁয়া গোলের পরও রাতটা ভালো কাটেনি এমবাপ্পের। চোট পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা আরেক ফরোয়ার্ড রদ্রিগো। বিরতির বাঁশি বাজতে তখন আর কয়েক সেকেন্ড কেবল বাকি। সেই সময় অরেলিয়েঁ চুয়ামেনি নিজেদের বক্সে মারিও পাসালিচকে ট্যাকল করলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পষ্ট কিক থেকে স্বদেশি থিবো কোর্তোয়াকে সহজেই ফাঁকি দেন বেলজিয়ামের তরুণ ফরোয়ার্ড চার্লস ডি কেটেলায়ের।  

তবে দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস। পেশির চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফেরা ব্রাজিলিয়ান তারকা ৫৬ মিনিটে গোল করে রিয়ালকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। ৫৯ মিনিটে জুড বেলিংহামের গোলে বলের জোগান দেন তিনিই। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ১২ ম্যাচে গোলখরা কাটিয়ে ওঠেন বেলিংহাম।

তবে ৬৫ মিনিটে আদেমোলা লুকমানের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় আতালান্তা। শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় জিয়ান পিয়েরো গাসপেরিনির দলের।  

এ জয়ে ছয় ধাপ এগিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে উঠে এসেছে রিয়াল। আতালান্তার অবস্থান নয়ে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।