ঢাকা: আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা এবার ফুটবলের মাঠে থেকে ধারাভাষ্য দেবেন ব্রাজিল বিশ্বকাপের।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগ আউটে দেখা গিয়েছিল এই ফুটবল যাদুকরকে।
এখন আর আর্জেন্টিনার কোচ নন ম্যারাডোনা। তবে ব্রাজিল বিশ্বকাপে তাকে ডাগ আউটে দেখতে না পেলেও অন্তত প্রিয় তারকার কণ্ঠ শুনতে পাবেন তার ভক্তরা।
একটি টিভি চ্যানেলে ধারাভাষ্য দেয়ার জন্য ইতোমধ্যে ব্রাজিল পৌঁছেছেন ম্যারাডোনা। তিনি এ্রর আগে খেলোয়াড়, কোচ, সংগঠকের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ধারাভাষ্যকারের ভূমিকায়।
তবে টিভি ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আগেই। এর আগে ১৯৯৪ এবং ২০০৬ ফুটবল বিশ্বকাপের সময়ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন ম্যারাডোনা।
বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার বিখ্যাত টেলিভিশন চ্যানেল ‘টেলিসুর’ এর হয়ে ধারাভাষ্য দেবেন ফুটবল ঈশ্বর। দক্ষিণ আমেরিকার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ভিক্টোর হোগো মোরালেসের সঙ্গে কাজ করবেন ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনা।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘন্টা, ১২ জুন ২০১৪