ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবারের বিশ্বকাপে ষষ্ঠ লালকার্ড পেলেন রেবিচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
এবারের বিশ্বকাপে ষষ্ঠ লালকার্ড পেলেন রেবিচ

ঢাকা: বিশ্বকাপের ষষ্ঠ লালকার্ড হজম করলেন ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ। সোমবার বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় মেক্সিকো-ক্রোয়েশিয়া ম্যাচের ৮৯ মিনিটে এ লালকার্ড পান তিনি।



এবারের বিশ্বকাপে ষষ্ঠ লালকার্ড এটি। ম্যাচে ৩-১ গোলে জয় পায় মেক্সিকো।

এর আগে বিশ্বকাপের ২০তম এ আসরে পাঁচ দেশের পাঁচ ফুটবলার লালকার্ড পান।

বিশ্বকাপের তৃতীয় দিন উরুগুয়ে ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানে পেরেইরা বিশ্বকাপের প্রথম লালকার্ড পান। চর্তুথ দিন ফ্রান্স ও হন্ডুরাসের খেলায় হন্ডুরাসের উলসন প্যালিসিয়াস পান দ্বিতীয় লালকার্ড। ১৬ জুন জার্মানি ও পর্তুগালের মধ্যকার ম্যাচে তৃতীয় লালকার্ড পান পর্তুগালের পেপে। ১৮ জুন ক্রোয়েশিয়া ও ক্যামেরুনের ম্যাচে চতুর্থ লালকার্ড পান ক্যামেরুনের অ্যালেক্স সং। আর পঞ্চম লালকার্ড পান গ্রিসের কস্তাস কাতসৌরানিস। ১৯ জুন জাপানের বিপক্ষে ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।