ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা

ঢাকা: প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও নাইজেরিয়ার জালে বল জড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার গোলে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টাইনরা।

সুপার ঈগলদের পক্ষে একমাত্র গোলটি করেছেন আহমেদ মুসা।

প্রথমার্ধে ম্যাচের তিন মিনিটেই গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ব্রাজিল বিশ্বকাপে এটি ছিল মেসির তৃতীয় গোল।

অ্যাঞ্জেল ডি মারিয়ার শট নাইজেরিয়ার গোলকিপার ঠেকিয়ে দিলে তা পোস্টবারে লেগে মেসির কাছে ফিরে আসে। বার্সেলোনার স্ট্রাইকার ফিরতি বল দশগজ দূর থেকে জালে পাঠাতে সময়ক্ষেপণ করেননি।

এর এক মিনিট পরেই দারুণভাবে সমতায় ফিরে নাইজেরিয়া। আহমেদ মুসার ১৬ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শট আটকাতে ব্যর্থ হয় আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো।

ম্যাচের দশ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টাইনরা। তবে হিগুইন-মেসির এ প্রচেষ্টা সফল হয়নি। ২৬ মিনিটেও ডি মারিয়ার ক্রস থেকে পায়ে বল নিতে পারেন নি মেসি।

৩০ মিনিটে ডি মারিয়ার আরেকটি শট নাইজেরিয়ান গোলরক্ষক রুখে দেন। ৪২ মিনিটে মেসির নেয়া বাঁকানো একটি ফ্রি কিক চমৎকার ভাবে ক্লিয়ার করেন নাইজেরিয়ান গোলরক্ষক এনিয়েমা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে মেসিকে অবৈধভাবে বাধা দেওয়ায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। আর্জেন্টাইন অধিনায়কের নেওয়া এবারের ফি কিক রুখে দিতে ব্যর্থ হন নাইজেরিয়ান গোলরক্ষক এনিয়েমা। বল জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা। এই গোলে মেসির এবারের বিশ্বকাপে চার গোল হল।

‘এফ’ গ্রুপে প্রথম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং নাইজেরিয়া। আর্জেন্টিনা এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে টপ ১৬-তে যাবে।

বুধবার রাত ১০টায় ব্রাজিলের ফোর্তো আলেগ্রে শহরের এস্তাদিও বেরিয়া-রিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ ম্যাচটি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।