ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্রুপ পর্বেই ৯ লালকার্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
গ্রুপ পর্বেই ৯ লালকার্ড

ঢাকা: দক্ষিণ কোরিয়ার শিন-উক কিমের গোড়ালিতে অবৈধভাবে লাথি মেরে বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্বের শেষ লালকার্ডটি হজম করেন বেলজিয়ামের স্টিভেন ডিফোর।

বৃহস্পতিবার বেলজিয়াম-দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে তিনি এ লালকার্ড হজম করেন।

যা গ্রুপ পর্বের নবম লালকার্ড।

এর আগে বিভিন্ন দেশের আটজন খেলোয়াড়কে লালকার্ড হজম করতে হয়।

গ্রুপ পর্বে লালকার্ডের এ ‘জোয়ার’ শুরু করেন উরুগুয়ের ডিফেন্ডার ম্যাক্সি পেরেইরা। কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম খেলায় তিনি এ লালকার্ড পান। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বেলজিয়ামের স্টিভেন ডিফোর লালকার্ডের মাধ্যমে গ্রুপ পর্বে তা শেষ হয়।



লালকার্ড হজম করা অন্য সাত খেলোয়াড় হলেন- জাপানের বিপক্ষে গ্রিসের খেলোয়াড় কস্তাস কাতসুরানিস, ফ্রান্সের বিপক্ষে হন্ডুরাসের খেলোয়াড় উইলসন প্যালাসিওস, ক্রোয়েশিয়ার বিপক্ষে ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সং, মেক্সিকোর বিপক্ষে ক্রোয়েশিয়ার আন্তে রেবিচ, জার্মানির বিপক্ষে পর্তুগালের ডিফেন্ডার পেপে, উরুগুয়ের বিপক্ষে ইতালির মার্চিসিও ও ফ্রান্সের বিপক্ষে ইকুয়েডরের ভ্যালেন্সিয়া।

এ পর্যন্ত সর্বাধিক হলুদ কার্ড দেখা দল আইভরিকোস্ট। দলটি গ্রুপ পর্বের ৩ ম্যাচ ৭টি হলুদ কার্ড পায়। ইতালি, উরুগুয়ে, হন্ডুরাস, পর্তুগাল, গ্রিস, ক্রোয়েশিয়া, ক্যামেরুন ও বেলজিয়ামের খেলোয়াড়রা এ লালকার্ড হজম করেছেন।

একক ম্যাচ হিসেবে ফ্রান্স-হন্ডুরাসের ম্যাচে সবচেয়ে বেশি (৭টি) হলুদ কার্ড ব্যবহৃত হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।