ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষের জালে সর্বোচ্চ গোল ডাচদের

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
প্রতিপক্ষের জালে সর্বোচ্চ গোল ডাচদের

ঢাকা: গ্রুপ পর্বে নিজেদের তিন খেলায় জয় নিয়ে গ্রুপ ‘বি’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে পার্সি-রোবেনদের নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৯ জুন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ডাচরা।



গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠিয়ে সর্বোচ্চ গোল দেওয়ার তালিকায় স্থান করে নিয়েছে ডাচরা।

প্রথম রাউন্ডে নিজেদের প্রথম খেলায় স্পেনকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে ডাচরা। এরই ধারাবাহিতকায় দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে এবং তৃতীয় ম্যাচে চিলিকে ২-০ গোলে হারায় তারা।



প্রতিপক্ষের জালে ৯ বার বল জড়ানোর মাধ্যমে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। আর ৮ বার বল জড়িয়ে তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

এছাড়া, গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে স্বাগতিক ব্রাজিল-জার্মানি-সুইজারল্যান্ড ৭ বার, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া-চিলি-আলজেরিয়া ৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠায়।

গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে মোট গোল হয় ১৩৬টি। গড়ে ২.৮৩ গোল।

২০ জুন ফ্রান্স-সুইজারল্যান্ড’র মধ্যকার ম্যাচে ৭টি গোল হয়, যা গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের ম্যাচ।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।