ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেনাল্টির মাধ্যমে পরিণত হয়েছি: নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
পেনাল্টির মাধ্যমে পরিণত হয়েছি: নেইমার

ঢাকা: গত ২৮ জুন নকআউট পর্বে চিলির বিপক্ষে পেনাল্টিতে ৩-২ গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচে পেনাল্টিতে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন ‘পোস্টারবয়’ খ্যাত নেইমার।



ওই পেনাল্টির বিষয়ে ২২ বছর বয়সী এ স্ট্রাইকার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যে বলেন, চাপ অনুভব করছিলাম। পেনাল্টির স্পটটি দূর মনে হচ্ছিল, ৫ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি।

নেইমার আরও বলেন, ওই পেনাল্টির মাধ্যমে আমি পরিণত হয়েছি। এখন নিজেকে ‘বয়স্ক’ মনে হচ্ছে।

ব্রাজিল-চিলি মধ্যকার ওই ম্যাচ অতিরিক্ত সময়েও ১-১ গোলে অমিমাংসিত থাকলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর তাতে ৩-২ গোলে জয় পায় স্বাগতিক ব্রাজিল। যদিও ওই ম্যাচে চিলির খেলোয়াড়দের দু’টি পেনাল্টি শট আটকে দিয়ে ব্রাজিলের জয়ের ‘হিরো’ বনে যান গোলরক্ষক জুলিও সিজার।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।