ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমি র‌্যামবো নই: মাসচেরানো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
আমি র‌্যামবো নই: মাসচেরানো

ঢাকা: আর্জেন্টাইন তারকা ফুটবলার জাভিয়ের মাসচেরানো মনে করেন, তাকে নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে যে প্রত্যাশা ছড়িয়ে দেয়া হচ্ছে তা এক ধরণের প্রতারণা।

৩০ বছর বয়সী এই সেন্টার ব্যাক বলেছেন, ‘এত বেশি প্রত্যাশা আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছে।

আমি র‌্যামবো নই কিংবা আমি কোনো সুপার হিরো নই। প্রত্যেকে আমাকে নিয়ে যা বলছে, আমি তা নিজের ক্রেডিট হিসেবে নিতে পারছি ‍না। ’

ডাচদের বিপক্ষে ম্যাচে মাসচেরানোর অসাধারণ নৈপূন্যে ৯০ মিনিটের সময় আরিয়েন রোবেনের গোল থেকে আর্জেন্টিনা রক্ষা পায়। এরপর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যম মাসচেরানোর কৃতিত্ব নিয়ে অনেক কিছু লিখেছে। আর এটাকে একেবারে ভাল চোখে দেখছেন না বার্সেলোনায় খেলা মাসচেরানো।


দেশের হয়ে ১০৪ ম্যাচ খেলা এ তারকা আরো বলেন, ‘যখন আপনি বেশি বেশি প্রশংসা পাবেন, তখন আপনার প্রতি মানুষের প্রত্যাশা বেড়ে যাবে। আসলে আপনি যেটা পারবেন না, মানুষ ভাবতে শুরু করবে আপনি সেটাও করতে পারবেন। ’

বিভিন্ন ক্লাবের হয়ে ২৮২ ম্যাচ খেলা লিভারপুলের সাবেক এ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমার শেষ হয়ে যায়নি। যদি এটা হতে পারি, তবে লিও’র (মেসি) হাতে শিরোপা উঠতে দেখব আশা করি। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।