ঢাকা: গত বছরের শেষ দিকে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বড় কোনো টুর্নামেন্টে সেটাই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম শিরোপা জয়।
তাজিকিস্তানের দুশানবেতে ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অংশ নেবেন। টুর্নামেন্টটির ফাইনাল ০১ মে।
গতবারের মতো এবারও গ্রুপপর্বে বাংলাদেশের খুদে ফুটবলারদের বিপক্ষে লড়বে নেপাল ও ভারত। উদ্বোধনী দিনেই লাল-সবুজদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মারিয়া-সানজিদাদের প্রতিপক্ষ ভারত।
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে নেপালের বিপক্ষে, ২৮ এপ্রিলি।
গতবার বাংলাদেশ, নেপাল ও ভারতের গ্রুপে ছিল ইরান। এবার তারা খেলবে ‘এ’ গ্রুপে। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল।
এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে অংশ নিতে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে খুদে ফুটবলাররা। গোলাম রব্বানী ছোটনের অধীনে তারা গত ১১ মার্চ থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু করে। ৩১ জনকে নিয়ে চলছে এই ক্যাম্প।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ২২ মার্চ ২০১৬
এমআর