ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জার্মানিতে বিধ্বস্ত ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জার্মানিতে বিধ্বস্ত ইতালি ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে (২-৩) হারের লজ্জা ভুলে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলার শুরু থেকেই ইতালির রক্ষণভাগ ব্যস্ত রাখেন মুলার-ক্রুস-ওজিলরা। ২৪ মিনিটের মাথায় টনি ক্রুসের গোলে লিড নেয় জার্মানরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মারিও গোতজে। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভিজিটররা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডিফেন্ডার জোনাস হেক্টরের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৫ মিনিটে গোলের স্কোরশিটে নাম লেখান আর্সেনাল তারকা মেসুত ওজিল। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে ইতালির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন স্ট্রাইকার স্টিফেন এল সারাওউয়ি। ম্যাচ শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন জোয়াকিম লোর শিষ্যরা।

অন্যান্য প্রীতি ম্যাচের ফলাফল: ইংল্যান্ড ১-২ নেদারল্যান্ডস, ফ্রান্স ৪-২ রাশিয়া, পর্তুগাল ২-১ বেলজিয়াম, সুইডেন ১-১ চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড ০-২ বসনিয়া, অস্ট্রিয়া ১-২ তুরস্ক, আয়ারল্যান্ড ২-২ স্লোভাকিয়া, স্কটল্যান্ড ১-০ ডেনমার্ক।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।