ঢাকা: আবারও ইউরোপে ফিরছেন কার্লোস তেভেজ। এবার স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদে।
তেভেজ সর্বশেষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে দুই মৌসুম খেলেছিলেন। পরে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ফুটবলার। জুভিদের হয়ে খেলার সময় তেভেজ দুটি সিরিআ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিলেন।
এদিকে অ্যাতলেটিকোতে খেলতে আসার পেছনে দিয়েগো সিমিওনের হাত আছে বলে জানান তেভেজ। রোজি ব্ল্যাঙ্কসদের কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন সিমিওন।
তেভেজ জানান, ‘সিমিওন আমাকে ডেকেছেন। এ ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। আসলে স্পেনে খেলার অভিজ্ঞতাটা অন্যরকম। তবে আমি এখনও বোকাকে না বলতে পারছি না। ’
তিনি আরও বলেন, ‘গত বছর অ্যাতলেটিকো থেকে আমার জন্য প্রস্তাব এসেছিলো। তবে এরও আগে রিয়াল মাদ্রিদ আমার প্রতি আগ্রহ প্রকাশ করে। সময় বলে দেবে আমি কি করবো। ’
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস