ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে রুখে দিল টটেনহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
লিভারপুলকে রুখে দিল টটেনহাম

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে জায়ান্ট দলগুলোর বড় জয়ের রাতে হোঁচট খেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

যদিও চলতি মৌসুমে দারুণ খেলে লিচেস্টার সিটির পর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহাম।

 

এদিন ম্যাচের প্রথমার্ধ কোন গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ফিলিপ কোতিনহোর গোলে লিড পায় অল রেডসরা। কিন্তু ১২ মিনিট পরেই ফর্মে থাকা হ্যারি ক্যানের শটে সমতা পায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

লিগের অন্য ম্যাচে ওয়ার্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অ্যালেক্সিস সানচেজ, অ্যালেক্স লোবি, বেলেরিন ও থিও ওয়ালকটেরেএকটি করে গোলে বড় জয় নিশ্চিত হয় গানারদের।

অন্যদিকে ফার্নান্দো, কেভিন ডি ব্রুইন, সার্জিও আগুয়েরো ও আলেকসান্দার কোলারবের একটি করে গোলে সাহায্যে বার্নমাউথের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পায় ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।