ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

চলে গেলেন মিলান কিংবদন্তি সিজার মালদিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
চলে গেলেন মিলান কিংবদন্তি সিজার মালদিনি ছবি: সংগৃহীত

ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন এসি মিলানের সাবেক কিংবদন্তি ডিফেন্ডার ও ইতালির কোচ সিজার মালদিনি। মৃত্যুর সময় তারকা এ ফুটবলারের বয়স হয়েছিলো ৮৪ বছর।

 

মিলানের আরেক কিংবদন্তি পাওলো মালদিনির সম্পর্কে বাবা হন সিজার মালদিনি। শনিবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।

১৯৫৪ থেকে ১৯৬৬ পর্যন্ত ক্যারিয়ারের সেরা সময়টুকু মালদিনি কাটান মিলানে। এ সময় তিনি সিরি আ জায়ান্টদের হয়ে চারটি স্কুডেটি ও ১৯৬৩ সালে ক্লাবের প্রথম ইউরোপিয়ান কাপ জেতেন। দলটির হয়ে তিনি ৪০০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

১৯৬০-৬৩ পর্যন্ত মালদিনি ইতালি জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন। আর খেলোয়াড়ী জীবন শেষে তিনি মিলান ও ইতালি উভয় দলের কোচের ভূমিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি প্যারাগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।