ঢাকা: বৃটিশ সরকারের নির্দেশে ইংল্যান্ডের সকল ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের ডোপ টেস্ট করানোর জন্য আদেশ দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় ইংলিশ ডক্টর মার্ক বোনার কাজ শুরু করেন।
অভিযোগে বলা হয় ক্লাবের ফুটবলাররা শক্তিবর্ধক পদার্থ শরীরে গ্রহণ করছেন। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্লাব দুটি। জায়ান্ট ক্লাব দুটি ভিন্ন বিবৃতে নিজেদের কথা তুলে ধরে। ডক্টর বোনারের তালিকায় এই দুই ক্লাব ছাড়াও রয়েছে লিচেস্টার সিটি ও বার্মিংহাম।
আর্সেনালের বিবৃতিতে বলা হয়, ‘যে ব্যাপারটি সাধারণ জনগনের মধ্যে ছড়ানো হয়েছে তার কোনো ভিত্তি নেই এবং এ ব্যাপারে আমরা হতাশ। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের দলের ফুটবলাররা এমন কাজে জড়িত নয়। আমরা বিশ্ব অ্যান্টি ডোপিং অ্যাজেন্সির নিয়মে চলার চেষ্টা করি। ’
এদিকে চেলসির বিবৃতিতে বলা হয়, ‘এটা ভিত্তিহীন একটি খবর। ডক্টর বোনারের দ্বারা আমাদের কোন ফুটবলারকে পরীক্ষা করা হয়নি। আমরা আমাদের ফুটবলারদের নিয়মিত ডোপ টেস্ট করিয়ে থাকি। ’
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস