ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কোচের কড়া সমালোচনায় ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
কোচের কড়া সমালোচনায় ইব্রাহিমোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পেছনে কোচের কৌশলগত দুর্বলতাকে দায়ী করছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডিফেন্সে তিনজন রাখার সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে দেখছেন সুইডিশ তারকা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির বিপক্ষে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পিএসজি। ম্যাচের ৭৬ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের দুঃস্বপ্ন উপহার দেন কেভিন ডি ব্রইন। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে সেমিতে পা ‍রাখে সিটিজেনরা।

বাঁচা-মরার লড়াইয়ে ৩-৫-২ ফর্মেশনে পিএসজির একাদশ সাজান লঁরা ব্লাঁ। যেখানে ৪-৩-৩ ফর্মেশনে খেলেই অভ্যস্ত ফ্রেঞ্চ জায়ান্টরা। তবে দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণভাগে চার ডিফেন্ডারকে দেখা যায়।

কোচের এমন কৌশল যে ইব্রাহিমোভিচের পছন্দ হয়নি তার তার কথাতেই স্পষ্ট, ‘প্রথমার্ধে এমন একটা সিস্টেমে খেলেছি যেটা আমরা আগে কখনোই চেষ্টা করিনি। ম্যাচেও এর প্রভাব পড়ে। যেটা হওয়ার সেটাই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।