ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মুসার হ্যাটট্রিক, সেমির স্বপ্ন মুক্তিযোদ্ধার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
মুসার হ্যাটট্রিক, সেমির স্বপ্ন মুক্তিযোদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফলে, স্বাধীনতা কাপে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলো দলটি।

 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৫ এপ্রিল) মুসার একক ফুটবল নৈপুণ্য দেখা যায়।

ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন তিনি। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডকে প্রথম গোলটি করতে বলের যোগান দেন তৌহিদুল আলম। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুসা। এবারও বলের যোগানদাতা তৌহিদ।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্রামে যায় মুক্তিযোদ্ধা।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মুসা। ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। চার ম্যাচ শেষে তাদের অর্জন ৯ পয়েন্ট। অপরদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত উত্তর বারিধারা পাঁচ ম্যাচ শেষেও পয়েন্ট পায়নি। ফলে, ‘ক’ গ্রুপের পরবর্তী ম্যাচে শেখ জামালের সঙ্গে ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের শেষ চারের টিকিট।

স্বাধীনতা কাপের চলতি আসরে আগের দুটি হ্যাটট্রিক করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফিকরু জেইদা ও শেখ জামালের ওয়েডসেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।