ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইব্রা ম্যাজিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
ইব্রা ম্যাজিকে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের হাত ধরে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সুইডিশ তারকার একমাত্র গোলে সেমিফাইনালে লরিয়েন্তকে ১-০ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

লরিয়েন্তের মাঠে ফেভারিট তকমা নিয়েই খেলতে নামে পিএসজি। কিন্তু প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ভিজিটরদের অপেক্ষার অবসান ঘটে। মিডফিল্ড থেকে ফাঁকায় দাঁড়ানো ইব্রাহিমোভিচকে বল বাড়িয়ে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া।  

বল পায়ে নিয়েই প্রতিপক্ষের গোলমুখের দিকে ছোটেন ইব্রা। ক্ষিপ্র গতিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লরিয়েন্ত গোলরক্ষককে পরাস্ত করেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানে জয়ের ফাইনাল নিশ্চিত করে ফ্রেঞ্চ জায়ান্টরা।

আট ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজির সামনে এবার ‘ডাবল’ জেতার হাতছানি। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সোচাক্স বা অলিম্পিক মার্শেই। বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনাল ২১ মে।

এদিকে, ফ্রেঞ্চ কাপের ফাইনালের আগে আরেকটি শিরোপার স্বাদ নিতে যাচ্ছেন ইব্রা-ডি মারিয়ারা। নিজেদের পরবর্তী ম্যাচেই হ্যাটট্রিক লিগ কাপের মিশনে নামবে পিএসজি। ফাইনালে তাদের প্রতিপক্ষ লিলে। আগামী শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।