ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো ম্যানইউ অনূর্ধ্ব-২১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো ম্যানইউ অনূর্ধ্ব-২১ ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলের অবস্থা খুবই করুণ। লিগে একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে সেরা চারেই উঠতে পারছে না দলটি।

তবে আশার খবর দুর্দান্ত ফর্মে রয়েছে রেড ডেভিলসদের অনূর্ধ্ব-২১ দল। টটেনহাম অনূর্ধ্ব-২১ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো ছোটরা।


টটেনহামের মাঠ হোয়াইট হার্ট লেনে ৩-২ গোলে জিতে শিরোপা উৎসব করে ম্যানইউ‘র তরুণরা। দলের হয়ে একটি করে গোল করেন আন্দ্রেস পেরেইরা, ডোনাল্ড লাভ ও গুইলেরমো ভারেলা।


অনূধ্ব-২১ দলের প্রিমিয়ার লিগ চালু হয় এ নিয়ে চার মৌসুম ধরে। তবে এই লিগটিতে দাপট ধরে রেখেছে ওল্ড ট্রাফোডের দলটি। চারবারের মধ্যে তিনবাই তারা চ্যাম্পিয়নের মুকুট পড়েছে।


বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬

এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।