ঢাকা: বায়ার্ন মিউনিখের সঙ্গে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরের ২০২১ সাল পর্যন্ত নুতন চুক্তি হয়েছে। ফলে ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও আগামী পাঁচ বছর বাভারিয়ানদের হয়েই গোলপোস্ট সামলাবেন জার্মান জাতীয় দলের এই তারকা।
বুন্দেসলিগায় ২০১১-১২ মৌসুমে শালকে ছেড়ে বায়ার্নে পাড়ি জমান ন্যুয়ের। আর তখন থেকেই অ্যালিয়াঞ্জ অ্যারিনার দলটির সেরা একাদশের ভরসা হিসেবে মাঠে নেমেছেন তিনি।
সম্প্রতি গুঞ্জন ওঠে দলের কোচ পেপ গার্দিওলা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যাওয়ার পর ন্যুয়েরও সেখানে পাড়ি দেবেন। তবে জার্মান চ্যাম্পিয়ন দলটি তাদের টুইটারে জানায়, পাঁচ বছরের চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত ন্যুয়েরকে রেখে দেওয়া হচ্ছে।
টানা তৃতীয়বারের মতো বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ন্যুয়ের ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস'র (আইএফএফএইচএস) বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন। গত বিশ্বকাপের আসরে গোল্ডেন গ্লাভস জেতেন তিনি। ২০১৪’র ব্যালন ডি অরের জন্য সেরা তিনে মনোনীত হয়েছিলেন ন্যুয়ের।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস