ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কষ্টার্জিত জয়ে দুইয়েই রয়েছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
কষ্টার্জিত জয়ে দুইয়েই রয়েছে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগার চলমান আসরে আরেকটি জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান সেমি-ফাইনালিস্টরা।

ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জয় তুলে নেয় অ্যাতলেতিকো। ম্যাচের ৩৮তম মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তোরেস।

এ ম্যাচে জয়ের ফলে অ্যাতলেতিকোর পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৭৯। ৩৪ রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্টও ৭৯। তবে, মুখোমুখি দেখায় এগিয়ে থাকায় কাতালানরা শীর্ষে রযেছে। দুইয়ে অবস্থান করছে অ্যাতলেতিকো। আর তিন নম্বরে রয়েছে জিদান-রোনালদোদের রিয়াল মাদ্রিদ।

বিলবাওয়ের মাঠে একাধিক গোলের সুযোগ পেলেও স্বাগতিকদের রক্ষণদূর্গ ভাঙতে পারেননি কোকে, গ্রিজম্যান, ফিলিপে লুইস, গ্রিজম্যান আর ফার্নান্দেজরা। ৪-৪-২ ফরমেশনে খেলেও এক গোলের বেশি আদায় করতে পারেনি দিয়েগো সিমিওন শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।