ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরি গুজব উড়িয়ে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ইনজুরি গুজব উড়িয়ে দিলেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: বড় ধরনের একটা স্বস্তি পেল রিয়াল মাদ্রিদ। ইনজুরি গুঞ্জন উড়িয়ে বেশ ভালো বোধ করছেন বলে ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ভিয়ারিয়াল ম্যাচ শেষে পর্তুগিজ অধিনায়ককে ঘিরে ইনজুরির গুঞ্জন উঠেছিল। যা পুরো রিয়াল শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলে। তবে সব গুজবে পানি ঢেলে দিলেন সিআর সেভেন।

ভিয়ারিয়ালের বিপক্ষে (২১ এপ্রিল) ৩-০ গোলে জয়ের রাতে খানিকটা ধীরগতিতে মাঠ ছাড়েন রোনালদো। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির দিকটিই স্পষ্ট হয়ে ওঠে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তার খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়।

তবে ম্যাচ শেষে রোনালদোর গুরুতর ইনজুরির খবর উড়িয়ে দেন কোচ জিনেদিন জিদান। এবার নিজেও ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করলেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী। সম্পূর্ণ ভালো অবস্থায় আছেন বলেই নিশ্চিত করেছেন রিয়াল তারকা এবং ভিয়ারিয়াল ম্যাচে সামান্য আঘাতের পর সমর্থন জোগানোয় সমর্থকদেরও ধন্যবাদ জানান।

নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে রোনালদো তার একটি হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘সবকিছুই (ইনজুরি গুঞ্জনকে ইঙ্গিত করেন) ভালো আছে। সমর্থন দেওয়ার জন্য তোমাদেরকে (সমর্থকদের উদ্দেশ্যে) ধন্যবাদ। ’

শনিবার (২৩ এপ্রিল) নিজের পরবর্তী ম্যাচে স্বাগতিক রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। তিনদিন পর (মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায়) চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানসিটির মাঠে নামবে গ্যালাকটিকোরা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমআরএম

** রোনালদোর জন্য জিদানের আক্ষেপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।