ঢাকা: ফুটবলের অচেনা মুখ টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি পদে থাকা নুরুল ইসলাম নুরু হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন তিনি।
বাফুফের টানা দুইবারের সভাপতি কাজী সালাউদ্দিনের বিপক্ষে প্রার্থী হন তিনি। গত ১৬ এপ্রিল তিনি সভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন।
‘ফুটবল বাঁচাও’ আন্দোলনের নেতা মনজুর কাদেরের গুলশানের অফিসে গিয়ে শনিবার (২৩ এপ্রিল) নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন নুরুল ইসলাম।
একই সঙ্গে নুরু জানান, আসন্ন নির্বাচনে বাঁচাও ফুটবল আন্দোলনের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খানকে তিনি সমর্থন দেবেন।
নুরু সরে দাঁড়ানোয় বাফুফের আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (৩০ এপ্রিল) সভাপতি পদে ভোটের লড়াইয়ে বাকি রইল তিনজন প্রার্থী। সভাপতি পদে কাজী মো: সালাহউদ্দিন ছাড়াও রয়েছেন নরসিংদীর সংসদ সদস্য কামরুল আশরাফ খান ও গোলাম রব্বানী হেলাল।
আগামী ৩০ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর