ঢাকা: একটি দলের এই অঙ্গনে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে। অন্যদিকে বিপক্ষ নতুন ইতিহাস গড়া দল।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে আতিথিয়েতা জানাবে সিটিজেনরা। এ ম্যাচে ফেভারিট হিসেবে যোজন-যোজন এগিয়ে থাকবে জিনেদিন জিদানের শিষ্যরা। তবে হয়ত ছেড়ে কথা বলবে না ম্যানুয়েল পেলেগ্রিনির সিটি।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ ১০বার শিরোপা (লা ডেসিমা) জিতেছে রিয়াল। সর্বশেষ ২০১৪ সালে ট্রফি উদযাপন করে লা গ্যালাকটিকোরা। অন্যেদিকে আসরটির কোয়ার্টার ফাইনাল খেলাটিই ছিলো সিটির জন্য ইতিহাস। সেই হিসেবে সেমিফাইনালেও নিজেদের দক্ষতা প্রমাণ দিতে প্রস্তুত সার্জিও আগুয়েরোরা।
এদিকে এ ম্যাচের আগে রিয়ালের হয়ে খেলা নিয়ে শঙ্কায় ছিলেন দলের সেরা দুই স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে নিয়ে। তবে দলের অনুশীলনের আগে তাদের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন কোচ জিদান।
দু’দল এর আগে চ্যাম্পিয়নস লিগে ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ গ্রুপ পর্বে লড়েছিলো। সেবার ঘরের মাঠে রিয়ালকে ১-১ গোলে সিটি রুখে দিলেও বার্নাব্যুতে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছিলো।
রিয়ালের জন্য অবশ্য সুখবরই রয়েছে। কারণ ইংলিশ কোন দলের বিপক্ষে শেষ আটবারের দেখায় হারেনি দলটি। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৫-০ অ্যাগ্রিগেটে হেরেছিলো রিয়াল।
রিয়াল প্রতিদ্বন্দিতামূলক সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে। অন্যদিকে সিটিজেনরা চার ম্যাচের জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে।
বাংলাদেশ সময়: ০৪৪৫ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৬
এমএমএস