ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়া থেকে তিন পয়েন্ট দূরে লিচেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
ইতিহাস গড়া থেকে তিন পয়েন্ট দূরে লিচেস্টার ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শুরু থেকে চমক দেখানো লিচেস্টার সিটি এখন যেন ‘জায়ান্ট’ টিমে পরিণত! এবার ভার্ডি-মাহরেজদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। ১৩২ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার দ্বারপ্রান্তে লিচেস্টার।

ওয়েস্ট ব্রমের বিপক্ষে টটেনহামের হোঁচটে (১-১) কাজটা আরো সহজ হয়ে যায়। আর মাত্র তিনটি পয়েন্ট পেলেই যে শিরোপা উৎসবে মাতবে লিচেস্টার। যেখানে মৌসুম শেষ হতে আরো তিনটি ম্যাচ বাকি।

তবে তিনটি ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে ক্লদিও ৠানিয়েরির শিষ্যরা। ওল্ড ট্রাফোর্ডে আগামী রোববার (১ মে) স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিচেস্টার। শেষ দু’টি ম্যাচে লড়তে হবে এভারটন (৭ মে) ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির (১৫ মে) বিপক্ষে।

এদিকে, লিচেস্টারের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো রিয়াদ মাহরেজ ইংলিশ ফুটবলের বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন। ২০১৫-১৬ মৌসুমের পিএফএ’র (প্রফেসনাল ফুটবলার’স অ্যাসেসিয়েশন) সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২৫ বছর বয়সী এ আলজেরিয়ান উইঙ্গার।

সাত পয়েন্টের লিড নিয়ে শিরোপার পথেই ছুটছে লিচেস্টার। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ২২টি জয়ের পাশাপাশি ১০টিতে ড্র ও বাকি তিনটি ম্যাচ ড্র হয়। ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম। সমান ম্যাচে শীর্ষ পাঁচের বাকি তিন দল যথাক্রমে ম্যানসিটি (৬৪), আর্সেনাল (৬৪), ম্যানইউ (৫৯)। এক ম্যাচ কম খেলা লিভারপুল (৫৫) সাতে ও ৪৭ পয়েন্টে ৯ নম্বরে চেলসি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।