ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন সম্মিলিত পরিষদের সভাপতি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধায় রাজধানীর স্থানীয় একটি হোটেলে সালাউদ্দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠানের কথা ছিলো। তবে সালাউদ্দিন জানান, হোটেল কতৃপক্ষ তাকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানায়।
সালাউদ্দিন বলেন, ‘হোটেল কতৃপক্ষ আমার নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত। তাই তারা সেখানে অনুষ্ঠানটি আয়োজন করতে চায়নি। ’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন মহল থেকে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। তবে যে করেই হোক নির্বাচনে অংশ নেব। ’
এদিকে কারা সালাউদ্দিনকে নির্বাচন নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানেন না বলে জানিয়েছেন। তবে ৩০ এপ্রিলের নির্বাচনে তিনি অংশ নেবেন এটাই তার সিদ্ধান্ত। আর এর জন্য তিনি বাংলাদেশ সরকারের সাহায্য চান।
বাংলাদেশ সময়: ১৭২০ এপ্রিল, ২০১৬
এমএমএস/এইচএল