ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গার্দিওলার ‘জঘন্য রেকর্ড’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
গার্দিওলার ‘জঘন্য রেকর্ড’ ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচ জেতার দৌড়ে আবারো ব্যর্থতায় মুখ ঢেকেছেন কোচ পেপ গার্দিওলা। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ হেরে (১-০) টানা আট ম্যাচে জয়হীন থাকলেন বায়ার্ন মিউনিখ কোচ।

অবিশ্বাস্যভাবে, বায়ার্নের কোচ হয়ে প্রথম মৌসুমে (২০১৩-১৪) আর্সেনালকে (শেষ ষোলো) হারানোর পর নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে আর জয়ের দেখা পাননি গার্দিওলা। এরপর টানা আট ম্যাচেই একই চিত্র।

সবশেষ ভিসেন্তে কালদেরনে অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে ফাইনাল নিশ্চিতে ব্যাকফুটে গার্দিওলার বায়ার্ন। এ মৌসুমেই জুভেন্টাস (শেষ ষোলো) ও বেনফিকার (কোয়ার্টার ফাইনাল) বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা।

বার্সেলোনার কোচ (২০০৮-১২) ‍থাকাকালীন শেষ দু’টি অ্যাওয়ে ম্যাচেও দুঃস্বপ্ন উপহার পান গার্দিওলা। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ১-০ ও সান সিরোতে এসি মিলানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশায় ডুবেছিল কাতালানরা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে কোচ হিসেবে নিজের শেষ ১০ ম্যাচের পাঁচটিতেই হারের লজ্জায় ডোবেন গার্দিওলা। বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটি ড্র আর একটিমাত্র ম্যাচে জয়ের হাসি ফোটে স্প্যানিশ কোচের মুখে। যথাক্রমে ম্যাচগুলোর ফলাফল এরকম: অ্যাতলেতিকো (১-০), বেনফিকা (২-২), জুভেন্টাস (২-২), বার্সেলোনা (৩-০), পোর্তো (৩-১), শাখতার দোনেস্ক (০-০), রিয়াল মাদ্রিদ (১-০), ম্যানচেস্টার ইউনাইটেড (১-১), আর্সেনাল (০-২, জয়), চেলসি (১-০)।

নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে দলের ‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কিকে নিয়ে চিন্তিত হতেই পারেন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগে অ্যালিয়াঞ্জ অ্যারেনার বাইরে নিজের সবশেষ ৯ ম্যাচের মধ্যে আটটিতেই গোলখরায় ভোগেন দুর্দান্ত ফর্মে থাকা এ পোলিশ ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।