ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর রেকর্ড ভাঙলেন সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
রোনালদোর রেকর্ড ভাঙলেন সানচেজ ক্রিস্টিয়ানো রোনালদো ও রেনাতো সানচেজ/ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর ১২ বছরের পর্তুগিজ রেকর্ড ভেঙে দিলেন রেনাতো সানচেজ। পর্তুগালের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বড় কোনো টুর্নামেন্টের দলে ডাক পেয়ে এমন কীর্তি অর্জন করেছেন উদীয়মান এ মিডফিল্ডার।

ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরো সামনে রেখে ইতোমধ্যেই সানচেজকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

পর্তুগালের জার্সি গায়ে এখন পর্যন্ত দু’টি আন্তর্জাতিক ম্যাচ (বুলগেরিয়া ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচ) খেলেছেন সানচেজ। এ বছরের মার্চে বুলগেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তার জাতীয় দলে অভিষেক ঘটে।

গত বছরের অক্টোবরে বেনফিকার মূল দলে অভিষিক্ত হন সানচেজ। দলকে লিগ শিরোপা এনে দেওয়ার পেছনে মিডফিল্ডে কার্যকরী ভূমিকা রাখেন তিনি। ১৮ বছর বয়সী সানচেজের পারফরম্যান্স ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজর কাড়ে।

কিন্তু, বায়ার্ন মিউনিখ সানচেজকে দলে ভেড়ানোর দৌড়ে জয়ী হয়। গত ১০ মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সম্ভাবনাময় এ মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করে জার্মান চ্যাম্পিয়নরা। তবে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত থাকলে অঙ্কটা ৮০ মিলিয়ন ইউরোয় ঠেকবে বলে জানা যায়।

সানচেজের বয়স এখন ১৮ বছর দশ মাস। পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলের বড় কোনো ইভেন্টের দলে সুযোগ পেয়েছেন। ইউরো স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়েই তিনি স্বদেশী তারকা রোনালদোর রেকর্ড ভেঙেছেন।

পর্তুগালে অনুষ্ঠিত ২০০৪ ইউরো শুরুর আগে স্বাগতিকদের স্কোয়াডে সুযোগ পেয়ে ওই সময়ের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের পর্তুগিজ রেকর্ড গড়েছিলেন রোনালদো। সিআর সেভেনের তখন বয়স হয়েছিল ১৯ বছর চার মাস।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এমআরএম

** রোনালদোর পর্তুগালের ইউরো স্কোয়াড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।